\'2 Paisa Press\', Says Mahua Moitra: \'দু\'পয়সার প্রেস\' বলে সংবাদমাধ্যমকে আক্রমণ সাংসদ মহুয়া মৈত্রের

2020-12-07 0

রবিবার গয়েশপুরে সভা করতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। নদিয়ার (Nadia) গয়েশপুরে একটি দলীয় মিটিংয়ে গিয়ে মেজাজ হারান তিনি। গালিগালাজ করেন দলীয় কর্মীদের, এমনকি সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে বললেন, \'কে ঢুকতে দিয়েছে এই দু\'পয়সার প্রেসকে?\' মহুয়ার এই মন্তব্যে বিজেপি-র কটাক্ষ, \'মহুয়া মৈত্র নিজের দলের কর্মীদেরই সমর্থন পান না। সবাইকে খুব অপমান করেন।\' খোদ অমিত মালব্য টুইট করে মহুয়া মৈত্রকে কটাক্ষ করেন।

Videos similaires